ফ্রান্সে চালু হলো ই-পাসপোর্ট
সরকারের প্রবাসী-বান্ধব নীতিমালা অনুসরণ করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম।
রবিবার সকালে প্যারিসে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিতে মাননীয় প্রধান উপদেষ্টার অঙ্গীকার বাস্তবায়নে ফ্রান্সে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। আশা করা যায়, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে।
তিনি এ কার্যক্রম চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে ধন্যবাদ জানান।দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ই-পাসপোর্ট কার্যক্রমের প্রকল্প পরিচালক ব্রেগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি। তিনি তার বক্তব্যে সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ই-পাসপোর্ট সেবা গ্রহণ করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যন্ত প্রায় ৫০টি বিদেশি মিশনে বাংলাদেশের ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
মন্তব্য করুন