দেশ টিভির এমডিকে গ্রেপ্তার করেছে ডিবি
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর আরিফ হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
রাত ১টায় ডিএমপির মিডিয়া শাখার এক খুদে বার্তায় বলা হয়, আরিফকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র বলছে, বিমানবন্দর থানার একটি হত্যা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে বলেন, শুনেছি তাকে ডিবিতে আনা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি খোঁজ নিয়ে বলতে হবে। পরে বিস্তারিত জানাতে পারবো।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন মালিকদের সংস্থা এ্যাটকোর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হন আরিফ হাসান।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসএস/এমআর)
মন্তব্য করুন