স্কুলে ভর্তির লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল থেকে বিক্ষোভ করছে ছাত্ররা।
এদিন সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী বলছে, চলমান লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করতে হবে।
তাদের দাবি, লটারি পদ্ধতির কারণে নানা সময়ে বৈষম্যের শিকার হন ছাত্ররা।
এদিকে রাস্তা অবরোধ করায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)
মন্তব্য করুন