ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে মার্কিন দূতাবাসে বেগম খালেদা জিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৬:৫০
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে আঙ্গুলের ছাপ দিতে জন্য দেশটির দূতাবাসে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি। এর আগে মার্কিন দূতাবাসের উদ্দেশে বাসা থেকে রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের শুরুর দিকে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যাবেন। দেশটির লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য থেকে পরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাষ্ট্র বা জার্মানিতে যেতে পারেন। সেই জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন সাবেক এ প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। এরপর ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেন। সেসময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসাসেবা নিয়েছিলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে এ অস্ত্রোপচার করা হয়েছিল। এছাড়া গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা