ইসকন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ২২:৫৪| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২৩:১৭
অ- অ+

ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কোন সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ‘ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনী প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন সেটা আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম ইসকন বলেছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।’

নির্বাচন প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের প্রধান দুটি দল বিএনপি ও জামায়াত নেতাদের আলোচনাসহ নানা বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠে এসেছে। সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান হলেই নির্বাচন আয়োজন করবে সরকার।

এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘ছয়টি কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা পেশ করার সময় দেওয়া হয়েছে। কেউ কেউ ডিসেম্বরেই দিতে পারবেন কেউ কেউ দুই-এক সপ্তাহ বেশি সময় নেবেন। এই সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটি সম্পর্ক আছে। প্রস্তাবগুলো আসবে, জনগণ সেগুলো নিয়ে কথা বলবে। এরপর চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে। সে মোতাবেক সংস্কার কাজে ব্যবস্থা নেব আমরা।’

নির্বাচনের প্রাথমিক কাজ হয়ে গেছে জানিয়ে রিজওয়ানা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হচ্ছে তা বেশ সৌহার্দ্যপূর্ণ হচ্ছে। তারা যে কথাগুলো বলছেন, আমরা যা বলছি তাতে বোঝা যাচ্ছে পারস্পারিক আস্থা সৃষ্টি হয়েছে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারের কাজ শেষ করে আমরা নির্বাচনের তারিখ জানিয়ে দেব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়ে উপদেষ্টা বলেন, সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তার বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তা প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা