সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সতর্ক বিজিবি
দেশের সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থায় রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।’
সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে উগ্রবাদীরা হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন