এনআইডির ডিজি হলেন হুমায়ুন কবীর
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম হুমায়ুন কবীর।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা জানা যায়।
এএসএম হুমায়ুন কবীর অতিরিক্ত সচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। সেখানে পদায়নের আগেই নতুন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে এ অতিরিক্ত সচিবকে।
এর আগে গত ৬ নভেম্বর এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছিল সরকার।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন