রাজস্ব আদায় সহজ করতে ঢাকা ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ২০:১৬
অ- অ+

নাগরিকসেবা আরও সহজ ও ত্বরান্বিত করতে এবং ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানের প্রক্রিয়াকে সহজ করতে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

সোমবার ডিএসসিসির বুড়িগঙ্গা হলে এ সমঝোতা স্মারক সই করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবং ঢাকা ব্যাংকের পক্ষে সই করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ।

এসময় ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অন্যান্য সিটি করপোরেশনের চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজস্ব আদায়ে একটি অনন্য উদাহরণ। রাজস্বের হার না বাড়িয়ে বিদ্যমান হারে সর্বোচ্চ রাজস্ব আদায় করা আমাদের মূল লক্ষ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেবাগুলো আমরা দিয়ে থাকি সেসব সেবাগুলো থেকে একটি সার্ভিস চার্জ আমরা পেয়ে থাকি। সার্ভিস চার্জ আদায়কে জনবান্ধব করতে ঢাকা ব্যাংক পিএলসি সেবা অব্যাহত রাখবে।

কম লাভ করে, সর্বোচ্চ সেবা দিয়ে নাগরিক আত্মতুষ্টির ওপর গুরুত্ব আরোপের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণকে সেবা প্রদানের মাধ্যমে অন্যান্য ব্যাংকের সাথে প্রতিযোগিতা করে যথাযত জনবান্ধব সেবা নিশ্চিত করে তারা তাদের অবস্থান ও আস্থা বজায় রাখতে হবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, জনগণকে সার্ভিস দিতে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি থাকবে না।

সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুনিরুজ্জামান, ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.এম.এস. ময়েন উদ্দিন প্রমুখ।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/আরএইচ/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
রোকেয়া ও মোস্তফা রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-পলকসহ ৯ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা