ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৩| আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:০৫
অ- অ+

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, বেড়িবাঁধ সড়ক, মহাখালী, শেওড়াপাড়া, আগারগাঁও, ডেমরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া গেছে।

আন্দোলনকারীরা বিভিন্ন সড়কের যান চলাচল বন্ধ রেখেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সকাল সকাল অফিসগামীরা পড়েছেন বিপদে। অনেকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।

গাবতলির মাজার রোড এবং টেকনিক্যালে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। আন্দোলন হচ্ছে মালিবাগ এলাকাতেও। এছাড়া মহাখালী মোড়ে রেললাইনসহ সকল রাস্তা অবরোধ করা হয়েছে।

চালকরা বলছেন, সরকার আজ থেকে সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের কথা বলছে, তা আমরা মানি না। আমরা যারা আন্দোলনে নেমেছি সবাই রিকশাচালক বা মালিক।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, আন্দোলন ঘিরে তিন রাস্তা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে সকালে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে সড়ক দুর্ঘটনার জন্য মোটরসাইকেলের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চলাচলকে দায়ী করে এগুলোর চলাচল বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

সে সময় সড়কে নেমে আসেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর জেরে তখন বড় ধরনের সংঘর্ষ হয়। পরে তৎকালীন প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে দেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা