যমুনা ফিউচার পার্কে দোকানে চুরি, রাস্তা আটকে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ২০:০৩| আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২০:১১
অ- অ+

রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সেখানকার ব্যবসায়ীরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে শপিংমলের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণির রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শপিংমলের দোকান মালিক ও কর্মীরা।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন।

তিনি আরও জানান, যমুনা ফিউচার পার্কে তাদের নিজস্ব সিকিউরিটিরা নিরাপত্তা দিয়ে থাকে ।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, বিক্ষোভের সময় আমি ঘটনাস্থলে ছিলাম। তারা রাতে থানায় লিখিত দিবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা