প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের গণঅবস্থান, সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০৪
অ- অ+

অটোরিকশা চলাচলের দাবিসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান নিয়েছেন যানবাহনটির চালকরা। এর ফলে প্রেসক্লাবের সামনে মূল সড়ক এবং আশপাশের সড়কগুলো দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব সড়ক দিয়ে চলাচলকারীরা।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে রবিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে এসে জড়ো হন চালকরা। রাজধানীর কামরাঙ্গীরচর, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে তারা এসেছেন বলে জানা গেছে। চট্টগ্রাম রোড এলাকা থেকেও রিকশাচালকরা প্রেসক্লাবে এসে জড়ো হচ্ছেন।

সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকদের একটি বড় মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে। অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

পরে প্রেসক্লাবের সামনে এসে রাস্তায় বসে পড়েন রিকশাচালকরা। প্রেসক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সেখানে বক্তব্য দিচ্ছেন ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা।

এর আগে শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ১১ দফা দাবি জানান।

দাবিগুলো হচ্ছে— দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়নসহ ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে; চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে; ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে; শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে; সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে।

আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে; ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে; জব্দ করা সকল ব্যাটারিচালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর ও নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে; মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেলচালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের ওপর সকল জুলুম-নির্যাতন-চাঁদাবাজি-হয়রানি বন্ধ করতে হবে।

এদিকে একই দাবিতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক ও তিন রাস্তার মোড়ে শত শত অটোরিকশাচালক অবস্থান নিয়েছেন। এতে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন, তারা পড়েছেন বিপাকে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন
বিজেপির হুমকির পরও বেনাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ  
জামিনে কারামুক্ত সাবেক এসপি বাবুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা