রাজধানীর মুগদায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মুগদায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সোলেমান মিয়া (৪০)।
মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সোলেমান মিয়া মুগদার মান্ডা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তিনি খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সোলেমানের বোনজামাই মতিউর রহমান জানান, জরুরি কাজ থাকায় রাতে সোলেমান মুগদার মান্ডা এলাকার বাসায় যান। পরে সেখান থেকে মোটরসাইকেলযোগে খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। মুগদা আইডিয়াল স্কুলের সামনে পৌঁছলে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়েছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন