মোহাম্মদপুরে হাউজিং কোম্পানির কর্মী হত্যার আসামি বিল্লাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায় হাউজিং কোম্পানির কর্মী বিল্লাল গাজী হত্যার মামলার এজাহারভুক্ত আসামি ও ‘কব্জিকাটা গ্রুপ এর অন্যতম সহযোগী মো. বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে শ্যামলী হাউজিং এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

র‍্যাব জানায়, সাভারের একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী বিল্লাল গাজী গত ১ সেপ্টেম্বর ডিউটি শেষে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অগ্নি বিল্লালসহ তার গ্রুপের ২০/২৫ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম বিল্লাল গাজীকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় জনতা ভিকটিম বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে মোহাম্মদপুর থানার অধিযাচন পত্রের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে মো. বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) শ্যামলী হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২। এসময় তার কাছ থেকে ১টি সামুরাই, ১টি পাহাড়ি দা, ১টি লক কাটার, ৩টি ওয়াকিটকি, ২টি ওয়াকিটকি চার্জার, ১টি শিশা খাওয়ার মেশিন, ১টি মোটরসাইকেল, ১টি রাউটার এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা