পার্টটাইম চাকরির প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে যুবক গ্রেপ্তার
অনলাইনে পার্ট টাইম চাকরির প্রলোভনে ৩ লাখ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম তামিমুল ইসলাম (২৫)।
রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এটিইউ- এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান, তামিমুল একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। সংঘবদ্ধ এই প্রতারক চক্রের প্রতারণার শিকার আতিক আহম্মেদ (৩৬)। তার নিকট থেকে অনলাইন ট্রেডিং এর নাম করে ‘কয়েনহিরো’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩ লাখ ৩৭ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে অভিযোগকারী আতিক আহম্মেদের সন্দেহ হলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পূর্বে দেওয়া টাকা ফেরত চাইলে তাকে ‘প্রতারক চক্র’ টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয়।
এ ঘটনায় আতিক আহম্মেদ এটিইউ-এর অ্যাপসে (ইনফর্ম এটিইউ) অভিযোগ এবং তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তেজগাঁও থানার অধিযাচন পত্রের ভিত্তিতে তামিমুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে এটিইউ।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন