জনগণ ভোটাধিকার ফেরত পেলে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে: জুয়েল
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, যে গণতন্ত্র, ভোটাধিকার এবং বাকস্বাধীনতার জন্য হাজারও ছাত্রজনতা শহীদ হয়েছে তা ভূলণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। যতদিন জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে না ততদিন শহীদদের আত্মা শান্তি পাবে না।
তিনি বলেন, যে সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য ছাত্রজনতা আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে সে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। আর এই কাজ সফল করার জন্য পতিত স্বৈরশাসকের দোসররা কাজ করে যাচ্ছে।
সোমবার বিকালে ফার্মগেট পশ্চিম রাজাবাজারে শেরেবাংলা থানা ৯৯ নং যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, আজ রাতারাতি অনেকেই বিএনপি হয়ে গেছে। জুলাই বিপ্লবের আগে প্রশাসনসহ হাটবাজারে কোথাও নেই যে আওয়ামী লীগের লুটেরাদের দাপট ছিলো না, ওদের নিপীড়ন ছিলো না। অথচ, আজকে তাদের অনেকেই বিএনপি সাজার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সরাসরি বিরোধিতা করেও আজকে অনেকে মুক্তিযোদ্ধা সেজেছেন। এরা সমাজের কীট। এদেরকে প্রশ্রয় দিলে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা আবারও অকার্যকর হয়ে যাবে।
৯৯ নং যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহানগর যুবদল নেতা সালামত খান সজিব, আতিকুর রহমান অপু, শাহ জামাল বাবু প্রমুখ।
ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেবি/ইএস
মন্তব্য করুন