সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ: রাশেদ প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ২০:০৯
অ- অ+

জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে অন্তর্বর্তী ও আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার পুরান ঢাকায় নয়া গণতান্ত্রিক পার্টি- এনজিপি আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশের ১৩ দিনের মাথায় শহীদ জিয়াকে জীবন দিতে হয়েছিল। একই ভাবে বিএনপি যদি উদার রাজনীতির নামে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দেয় তাহলে আওয়ামী লীগই বিএনপিসহ আমাদের নিঃশেষ করার খেলায় নামবে। সুতরাং সকল দলমত এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন।

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদেরকে মওলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের মধ্যে কখনো প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার লোভ, দুর্নীতি, এমপি-মন্ত্রী হওয়ার খায়েশ জাগবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানদের মত জেগে উঠতে হবে।

নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান এর সভাপতিত্বে ও মহাসচিব ইমরুল কায়েসের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মো. ইসাহাক সরকার, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান গফুর মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাবনা হস্তান্তর
ভারতের পররাষ্ট্রসচিব আসতে পারেন আগামী সপ্তাহে
সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন
বিজেপির হুমকির পরও বেনাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা