আয়ারল্যান্ডের বিপক্ষে যেমন হলো বাংলাদেশের ওয়ানডে দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪২| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৫
অ- অ+

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। দলে বড় চমক, প্রায় দেড় বছর পর ফিরেছেন পেসার জাহানারা আলম। জাহানারা ছাড়াও দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সানজিদা আক্তার। স্কোয়াডে নতুন মুখ টপ অর্ডার ব্যাটার তাজ নেহার।

আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। পরে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের পররাষ্ট্রসচিব আসতে পারেন আগামী সপ্তাহে
সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন
বিজেপির হুমকির পরও বেনাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা