বিশ্বকাপ মাতানো যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:২৯
অ- অ+

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসর। আসর শুরুর আগে ড্রাফট থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের বাইরেও সরাসরি চুক্তিতে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তারই ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলে যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডার অ্যারন জোন্সকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে। সিলেট ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করেছে।

গত বিশ্বকাপেই উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছিলেন জোন্স। তার ৪০ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র।

সেই বিশ্বকাপে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই জোন্স। বিশ্বকাপে ৬ ইনিংসে তার ব্যাট থেকে ৪০.৫ গড়ে এসেছিল ১৬২ রান। এমন পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

তাকে পরিচয় করাতে গিয়ে সিলেট লিখে, আমরা অ্যারন জোন্সকে দলে স্বাগত জানাতে উত্তেজিত! ডাইনামিক স্ট্রাইকার তার শক্তি এবং দক্ষতা মাঠে আনতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আমাদের ক্রিকেট পরিবারে যোগদান করার সময় আসুন তাকে উষ্ণ স্বাগত জানাই!এই মৌসুমে সে যে বড় প্রভাব ফেলবে তার জন্য উন্মুখ!

যদিও বিপিএল তার জন্য নতুন নয়, গত আসরে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে সেখানে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবারের সিজনে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি কীভাবে পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা