মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় ইন্টার মায়ামি
২০২৩ সালের জুনে আড়াই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তার বাঁ পায়ের জাদুতে বদলে যেতে থাকে ক্লাবটি। মেসির সঙ্গে মায়ামির চুক্তি আড়াই বছরের। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি। তবে ভক্তেদের জন্য সুখবর হলো ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি।
আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল বিষয়টি জানিয়েছেন। মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত। অন্তত এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর সঙ্গে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আরও জোরালো হলো।
ফুটবল থেকে লিওনেল মেসির আর কোনো চাওয়া-পাওয়া নেই। দুবছর আগে লুসেইলে পরম আরাধ্যের সোনালী ট্রফি উচিয়ে ধরে অর্জনের বৃত্ত পূরণ করে পেয়েছেন অমরত্ব। এখন ফুটবলটা শুধুই উপভোগ করতে চান। যার জন্যই ছেড়েছেন ইউরোপ। প্রায় দেড় বছর হতে চললো খেলছেন অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমএলএসে।
মেসিকে দলে ভিড়িয়ে অন্য উচ্চতায় পৌঁছে গেছে ইন্টার মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাব মাঠের অর্জনের পাশাপাশি কর্মাশিয়ালি এমএলএসের অন্যতম লাভজনক ক্লাবে পরিণত হয়েছে। যার কৃতিত্ব যে মেসির তা আর বলার অপেক্ষা রাখে না। আর এ জন্যই মেসিকে নিজেদের ক্লাবে আরও এক বছর বেশি রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি যা সরাসরিই বলেছেন ক্লাবের অন্যতম স্বত্বাধিকারী হোর্হে মাস।
নিজেদের লক্ষ্যপূরণে অনেকটাই এগিয়েছে মায়ামি। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন ফ্লোরিডার ক্লাবটিতে আরও এক বছর থাকতে যাচ্ছেন এলএম-টেন। ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে মেসির চুক্তি। এক বছর বাড়িয়ে ২০২৬ এর ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি প্রস্তাব করা হয়েছে। যাতে লিও সম্মত হচ্ছেন বলেই ধারণা করছেন গাস্তন এদুল।
আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক মেসির। যার কারণেই চুক্তি বাড়ানোর খবরটা বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন সবাই। হাভিয়ের মাশচেরানো মায়ামির কোচ হচ্ছেন এ খবরও সবার আগে দিয়েছিলেন এই আর্জেন্টাইন সাংবাদিক।
যুক্তরাষ্ট্রে আরও এক বছর থাকতে যাচ্ছেন মেসি। এ থেকে জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার একটা ধারণাও পাওয়া যাচ্ছে। গেল দু’বছরে অনেকবারই মেসির কাছে জানতে যাওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না। কখনোই সরাসরি এর কোনো উত্তর দেননি।
তবে বিশ্বকাপ হবে ২০২৬ এর জুনে, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ চলাকালীন মেসি সেই দেশেই থাকবেন আর জাতীয় দলের হয়ে খেলবেন না তা কি করে হয়। হয়তো বিশ্বকাপে খেলবেন বলেই, মায়ামির সঙ্গে চুক্তিটাও বাড়িয়ে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন