যুব এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে তামিমের সেঞ্চুরি, ২২৮ রানে থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:২০| আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:২২
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এবারের আসরে 'এ' গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিব তামিম। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন সিদ্দিকি আলিন। তবে আর কেউই বলার মতো রান করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের আর বড় সংগ্রহ গড়া হয়নি।

এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। মাত্র ৩ রানে ওপেনার জাওয়াদ আকবরের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৪২ রান যোগ করেন সিদ্দিকি ও অধিনায়ক তামিম। তাদের জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবারা। সিদ্দিকি ৬৬ রান করে আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া।

১ ছক্কা আর ৫টি চারে শেষ হয় সিদ্দিকির ইনিংস। এরপর প্রায় একপ্রান্ত আগলে রেখেই খেলেছেন তামিম। তিনি ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। নিচের দিকের কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। আফগানিস্তানের বোলারদের প্রায় প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন।

আব্দুল আজিজ ও নসরতউল্লাহ নুরিস্তানি ও খাতির স্টেনিজাই নিয়েছেন দুটি করে উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ গাজানফার ও খান মারুফখিল। এই ম্যাচে বিশেষ করে নজর ছিল জাতীয় দলের স্পিনার গাজানফারের দিকে। তাকে বেশ ভালই সামলেছেন বাংলাদেশের ব্যাটাররা।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা