বিশ্বের প্রথম ও দামি ট্রাই ফোল্ডিং স্মার্টফোনের বাজারমাত

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৩
অ- অ+

চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে তিন ভাঁজের স্মার্টফোন প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্বের প্রথম ও দামি ট্রাই ফোল্ডিং স্মার্টফোন বাজারমাত করেছে হুয়াওয়ে মেট এক্সটি মডেলের ফোন। হুয়াওয়ে মেট এক্সটি মডেলের ফোনটির পর্দার আকার ৬ দশমিক ৪ ইঞ্চি হলেও ভাঁজ খুলে ১০ দশমিক ২ ইঞ্চির পর্দা ব্যবহার করা যায়। এটা একবার ভাঁজ করে খুললে স্ক্রিনের আকার ৭.৯ ইঞ্চির হয়ে যাবে। দ্বিতীয়বার ভাঁজ খুঁললে আকার দাঁড়াবে ১০.২ ইঞ্চির। ফলে প্রয়োজনে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায় ফোনটি।

ট্রিপল ফোল্ডেবল এই স্মার্টফোনে কিরিন৯ চিপসেট প্রসেসর দিয়েছে হুয়াওয়ে। রয়েছে ১৬ জিবি র‍্যাম। সঙ্গে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি-এর স্টোরেজ অপশন। কোম্পানির দাবি, এই ফোন হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।

হুয়াওয়ে মেট এক্সটি তে রয়েছে EMUI 13 অপারেটিং সিস্টেম, Android OS-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গ্রাহক গুগলের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারবেন না। তবে হুয়াওয়ে নিজস্ব অ্যাপ সার্চ ইঞ্জিন দিয়েছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই সেট আপ ফটোগ্রাফি এবং ভিড গ্রাফির জন্য চমৎকার বলে দাবি করেছে কোম্পানি।

হারমনি ৪.২ অপারেটিং সিস্টেমে চলা ২৯৮ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৩ দশমিক ৬ মিলিমিটার। ফলে বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ফোনের তুলনায় এই ফোন বেশ পাতলা। ১৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে সংস্করণভেদে ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট ধারণক্ষমতা রয়েছে। কিরিন ৯০১০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ১২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

সাধারণত ভাঁজযোগ্য ফোনে প্রাইমারি ও কভার ডিসপ্লে নামে দুটি পর্দা থাকে। তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলের ফোনটিতে একটিই ওএলইডি পর্দা রয়েছে, যা সহজেই ভাঁজ খুলে বা বন্ধ করে ব্যবহার করা যায়। ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় ফোনটি। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হবে না। স্মার্টফোনটি কালো ও লাল রঙের পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটির সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা