জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
দেশের মানুষ উৎপাদনমুখী পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। রবিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, পণ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাসা-বাড়িতে যেখানেই সুযোগ পাবেন, সেখানে পণ্য উৎপাদনের চেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা স্বাবলম্বী হতে পারব। আমাদের সম্পদের অভাব নেই। আমাদের কাজ হবে- এই সম্পদের সুষ্ঠু ব্যবহারে মনোযোগ দেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, সরকার ঘোষিত সময়ের মধ্যেই আমরা উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত লাভ করতে পারব যদি আমরা পণ্য উৎপাদনে সচেষ্ট হই।
তিনি নারী সমাজকে স্বামীর উপর নির্ভরশীল না হয়ে দেশ গঠনে আত্মনির্ভরশীল হতে বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. জামিল হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুুবল চন্দ্র সাহা, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া।
(ঢাকাটাইমস/২ অক্টোবর/এসএইচবি/এলএ)
মন্তব্য করুন