মানিকগঞ্জে ছিনতাইকারীর গুলিতে বিক্রয় প্রতিনিধি আহত, আটক ৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন একটি মোবাইল ফোন কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত একজনসহ তিন ছিনতাইকারী আটক হয়েছে। ছিনতাই হওয়া টাকা ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার কমলপুর তিন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
বিক্রয় প্রতিনিধি জহিরুল ইসলাম এবং ছিনতাইকারী সুমন মিয়া দুজনেরই পায়ে গুলি লেগেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আটককৃ ছিনতাইকারীরা হলো, মানিকগঞ্জের দৌলতপুরের সুমন, সাভারের নবীনগরের আলামিন ও পাবনার উর্দুচাঁদপুর গ্রামের আবদুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইলফোন কোম্পানি এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি মো, অপু ও বাংলালিংকের জহিরুল ইসলাম দরগ্রাম বাজারে বিভিন্ন দোকান থেকে ফ্লেক্সিলোডের টাকা সংগ্রহ করে মানিকগঞ্জ শহরে ফিরছিলেন।
রাস্তায় দুটি মোটর সাইকেলে করে ছয় ছিনতাইকারী তাদের গতিরোধ করে।
এ সময় কয়েক রাউন্ড গুলি করে এক লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় তারা। ছিনতাইকারীর গুলিতে আহত হন জহিরুল ইসলাম।
ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ ও স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে। পুলিশের গুলিতে আহত সুমনসহ তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় জনতা।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন