মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩
অ- অ+

কুমিল্লার তিতাস উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় রাকিবুল হাসান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকালে গৌরীপুর-হোমনা সড়কের তিতাস উপজেলার শোলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে সাতপাড়া গ্রামের বিল্লাল হোসেন মুন্সির ছেলে। সে ২০২৫ সালের গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শোলকান্দি নানার বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি সাতপাড়া যাচ্ছিল রাকিবুল। এসময় হঠাৎ একটি সিএনজি তার সামনে চলে আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, গৌরীপুর হোমনা সড়কে শোলাকান্দির নিকট বাইক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে খবর পেয়েছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।

(ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা