‘হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি’

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬
অ- অ+

জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন বলেছেন, হাসিনার পতনের সাথে সাথে যা চেয়েছিলাম, তা এখনো পাইনি। তবে আমাদের পেতেই হবে। না হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সাথে বেঈমানি করা হবে।’

শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে মাদারীপুর জেলায় জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল্লাহ আল-আমীন বলেন, ‘জুলাই বিপ্লবে হাসিনা আর তার কয়েকজন দোসর হয়তো পালিয়ে গেছে। কিন্তু তার সাড়ে ১৫ বছরে প্রশাসন থেকে শুরু করে সবর্ত্র যে অবকাঠামোগত দোসর তেরি করে রেখে গেছেন। তারা তো এখনো পালায়নি। যে কারণে হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি। তবে আমাদের বৈষম্যহীন সমাজ আর ক্ষমতার অপব্যবহার কমাতেই হবে। যে কারণে সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি নতুন বাংলাদেশের বার্তা পৌছে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে রাজনীতির নামে মারামারি-হানাহানি থাকবে না, রাজনীতির নামে চাঁদাবাজি থাকবে না। থাকবে ন্যায়ের ভিত্তি আর সমতার সমাজ ব্যবস্থা। গেল জুলাই বিপ্লবে নয় বছর থেকে আশি বছরের বৃদ্ধারাও শামিল হয়েছিল এসব ন্যায্যতার জন্য। কিন্তু এখনো তা বাস্তবায়ন করতে পারেনি। তবে আমাদের আশাহত হলে চলবে না। আমাদেরই আগামীতে নেতৃত্ব দিতে হবে।’

এসময় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সন্বয়ক মতবিনিময় করা হয়। এতে মাদারীপুর জেলার শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র প্রতিনিধি মো. হাসিবুল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ দীপ্ত দে’র পিতা স্বপন দে, শহীদ তাওহীদ সন্নামাতের বড় ভাই রোমান সন্নামাত, জুলাই বিপ্লবের ছাত্র নেতা মাসুম বিল্লাহ, নেয়ামত উল্লাহ, আব্দুর রহিম প্রমুখ।

(ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি
বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি
অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা