ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৬, ১২:২২
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ত্রিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, ভুক্তভোগী যাত্রী ও চালকদের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে সাতটার দিকে সোনারগাঁ এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক নিজের গাড়িতে আটকে পড়েন। পরে পুলিশ ও লোকজন অনেক চেষ্টায় আহত চালককে উদ্ধার করে। এ সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা,ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ ও এলোপাথারি যান চলাচলই জটের প্রধান কারণ।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, স্বল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা।

বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন প্রস্তুতকালে যানজট অব্যাহত ছিল।

এদিকে পৌনে এগারটার দিকে কুমিল্লা যাওয়ার পথে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও কিছু সময়ের জন্য যানজটে আটকা পড়েন।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা