জোড়া খুনে দুইবার মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৬, ১২:৪০

রাজধানীর যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দুই আসামির দুইবার করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর দ্রত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঈদ হাওলাদার এবং মো. রিয়াজ নাগর আলী। সাঈদের বাড়ি ঢাকায় আর রিয়াজের বাড়ি কুমিল্লায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ মার্চ উত্তর যাত্রাবাড়ীর ৫৬ কলাপট্টির দ্বিতীয় তলার বাসায় দণ্ডপ্রাপ্তরা চুরি করতে যায়। বাড়ির ভাড়াটিয়া রওশন আরা দেখে ফেলায় তাকে জবাই করে হত্যা করে দণ্ডিতরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদের বোন দেখে ফেলায় দণ্ডিতরা তাকেও জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

গত ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন সাঈদ হাওলাদার ও তার বন্ধু রিয়াজের নামে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। আসামিপক্ষে ছিলেন আবদুস সবুর ও জাকির হোসেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আরজে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :