শিক্ষিকার শ্লীলতাহানী: অটো চালক ও সহকারী আটক
নোয়াখালীতে এক স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে অটোরিকশা চালক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করেছে বাহিনীটি। তাদেরকে বর্তমানে সুধারাম মডেল থানায় রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সদর উপজেলার খলিশাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা সকালে স্কুলে যেতে জেলা শহর থেকে অপর যাত্রীদের সঙ্গে একটি অটোরিকশায় উঠেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে চালক দেলোয়ার হোসেন তার সহকারী আবদুস ছাত্তারকে অটোরিকশা চালাতে দিয়ে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেন।
এক সময় শিক্ষিকার চিৎকার করলে চারখ তাকে নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা সুধারাম মডেল থানায় অভিযোগ করেন।
পরে রাতেই অভিযুক্ত অটোরিকশা চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঢাকাটাইমস/২৫নভেম্বর/ডব্লিউবি
মন্তব্য করুন