গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৬, ১৩:১৬

চুয়াডাঙ্গায় আছেরা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করা হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের নিজ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

এ হত্যার অভিযোগে পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে।

স্থানীয়রা জানান, বড়বলদিয়া গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রীর মধ্যে শুক্রবার রাতে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

প্রতিবেশী রাহিমা খাতুন জানান, রাত ১১টার দিকে সিরাজুল তার স্ত্রী আছেরা খাতুনকে পেটাতে থাকে। এ সময় তার স্ত্রীর উচ্চস্বরে কান্নার শব্দ শোনা যায়।

সকালে আছেরা খাতুনের নিজ ঘরে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এই হত্যার অভিযোগে গ্রামবাসী নিহতের স্বামী সিরাজুল ইসলামকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় পুলিশ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই আলী কদরের অভিযোগ, সিরাজুল পরিকল্পিতভাবে আছেরাকে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান আলী কদর।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক বিরোধের কারণে ওই গৃহবধূকে শ্বাসরোধ করা হয়েছে। এ ঘটনায় আটক সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :