চাঁদপুরে লাশ নিয়ে বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:০০
অ- অ+
ফাইল ছবি

চাঁদপুর শহরের জামতলা এলাকায় প্রতিপক্ষের পিটুনিতে নিহত যুবকের মরদেহ নিয়ে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে নিহত সাদ্দাম হোসেনের বাড়ী থেকে মরদেহ নিয়ে মিছিলটি চাঁদপুর মডেল থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

নিহত সাদ্দামের মামা সাব্বির জানান, দুপুরে নিহত সাদ্দাম হোসেনের বাড়ী থেকে মরদেহ নিয়ে মিছিলটি চাঁদপুর মডেল থানা মুখে প্রবেশ করার সময় কালিবাড়ি এলাকায় পুলিশ তাদেরকে বাঁধা প্রদান করে। পরে তারা পুরনারায় লাশ নিয়ে বাড়িতে চলে যায়। বিকেলে সাদ্দামের নামাজে জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ ছাড়া, চাঁদপুর শহরে যুবকের মৃত্যুর ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে মৃত সাদ্দাম হাওলাদারের বড় ভাই রুবেল হাওলাদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ অলি জানায়, ‘মামলায় অভিযুক্ত অন্য আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ, শহরের জামতলা এলাকায় গত ১৬ ডিসেম্বর রাত ১০টায় পূর্ব শুত্রুতার জের ধেরে একই এলাকার মোখলেছুর রহমান ভুঞা, তার ছেলে হৃদয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাদ্দাম হোসেনকে মারাত্মক আহত করেন। পরে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/আইএইচ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা