৫৩ বছরে বিটিভি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৩০ | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:২৭

রাষ্ট্রায়ত্ব সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ৫২ বছর পূর্তি করে ৫৩ বছরে পা রাখছে আজ রবিবার। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতা উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশে টেলিভিশন একটি সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয়।

আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমণ্ডলে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়। সারাদেশের নানা প্রান্তের বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করা হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন। এছাড়া দেশের সীমানা পেরিয়ে ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড এবং ২০১২ সালের ৫ নবেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা দর্শকদের জন্য ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার করা হচ্ছে।

৫২ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে উদযাপন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভি কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :