মাদারীপুর শিক্ষক সমিতির কমিটি গঠন
আলহাজ্ব আমিনউদ্দিন হাইস্কুলে মাঠে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে মাদারীপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি করা হয়েছে মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সহদেব চন্দ্র পাল।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বিশেষ অতিথি ছিলেন বাশিসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ. মান্নান মাতুব্বর, ফরিদপুর অঞ্চলের সভাপতি হারুন অর রশিদ, মাদারীপুর জেলা কমিটির সভাপতি কেরামত আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক আ. কুদ্দুস মিয়া।
সম্মেলনে সদর উপজেলার পূর্বের কমিটি বিলুপ্তি করে মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান হাওলাদারকে সভাপতি ও মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন