ফেনী যুবদল সভাপতি মানিক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:১৪
অ- অ+

ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকালে এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল করতে জড়ো হয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের বাধায় মিছিল বের করতে না পেরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান, জেলা সহ-প্রচার সম্পাদক সাইফুর রহমান রতন প্রমুখ বক্তব্য রাখেন।

গাজী হাবিব উল্লাহ মানিকের বক্তব্য শেষ হওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকালেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা