মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সাকিব-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২০:৫৩ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৭, ২০:৪৮
ফাইল ছবি

নতুন কীর্তিতে নাম লেখাতে যাচ্ছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। আর মাত্র ৭১ রান করলে সাকিব আর ২৫০ রান করলেই টেস্টে তিন হাজারী ক্লাবে পা রাখবেন মুশফিক।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে ৩ হাজার রান করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং ওপেনার তামিম ইকবাল। টেস্টে সর্বোচ্চ ৩৩৪৯ রান করেছেন তামিম। বাশারের রান সংখ্যা ৩০২৬।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলে এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করার সুযোগ সাকিব-মুশফিকের।

এখন পর্যন্ত ৪৪ টেস্টের ৮২ ইনিংসে ২,৯২৯ রান করেছেন সাকিব। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরিও। গড় ৩৯.০৫। পাশাপাশি ৫০ টেস্টে থেকে ২,৭৫০ রান করেছেন মুশফিক।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :