বিশ্বে বাংলাদেশ এখন মডেল: নৌপরিবহন মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫
অ- অ+

বাংলাদেশের উন্নয়ন হচ্ছে দাবি করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন মডেল হয়ে দাঁড়িয়েছে।

শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজের বাড়িতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, জঙ্গিদের লালন-পালন ও আশ্রয় দিয়ে খালেদা জিয়া ও জামায়াত ইসলামী ধ্বংস করতে চায়, বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের বিরুদ্ধে এ দেশকে রক্ষা করতে হলে সকলকে সর্তক থাকতে হবে।

বাংলাদেশকে আরো উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে হলে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।

এরপর মন্ত্রী কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন।

এর আগে সকাল নৌপরিবহন মন্ত্রী কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন শ্রমিকদের সাথে একপথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুরের সহকারী পুলিশ সপুার আনোয়ার হোসেন ভুইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানসহ অন্যরা।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা