বাড়ছে চীনের জনসংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:১৭ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩

এক সন্তান নীতি থেকে দূরে সরে আসার পর গত বছর ব্যাপক সংখ্যক শিশু জন্মগ্রহণ করেছে চীনে। উল্লেখযোগ্য সংখ্যক নারীদের গর্ভধারণের সময়সীমা পেরিয়ে গেলেও ২০০০ সাল থেকে গত বছরে চীনে জন্মাহার ছিল সর্বোচ্চ। খবর বিবিসির।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের(এনএইচপিএফসি) তথ্য মতে, ২০১৬ সালে চীনে ১৮ দশমিক ৪৬ মিলিয়ন(এক কোটি ৮৪ লাখ ৬০ হাজার) শিশু জন্মগ্রহণ করেছে। যা ২০১৫ সালের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছর জন্ম নেয়া শিশুদের মধ্যে ৪৫ শতাংশ শিশুর ভাই বা বোন রয়েছে।

এনএইচপিএফসি’র কর্মকর্তা ইয়েন ওয়েনজোয়াং বলেন, ৫০ লাখ নারী গর্ভবতী সময়সীমা অতিক্রম করা সত্ত্বেও শিশু জন্মহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর থেকে বুঝা যাচ্ছে, চীনের পরিবার পরিকল্পনা নীতি সমন্বয় অত্যন্ত সময়পোযোগী এবং কার্যকর ছিল।

তিনি আরও জানান, ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ১৭ থেকে ২০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে।

কর্মকর্তারা অনুমান করছেন, ২০৫০ সালের মধ্যে চীনে অতিরিক্ত তিন কোটি কর্মক্ষম মানুষ তৈরি হবে।

অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য এবং পরিবেশগত অবনতি রোধে এক সন্তান নীতিকে কৃতিত্ব দিয়েছেন চীনা কর্মকর্তারা।

অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৭৯ সালে এক সন্তান নীতির আইন চালু করে চীন। ২০১৬ সালের ১ জানুয়ারি এই নীতি পরিবর্তন করে দুই সন্তান নীতি চালু করে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :