‘শিশু নির্যাতনকারীদের পাগলা গারদে পাঠানো উচিত’

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:৩৯| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:৫৬
অ- অ+

যারা শিশুদের গায়ে হাত তোলে তারা বিকারগ্রস্থ।তাদেরকে পাগলা গারদে পাঠানো উচিত। এই কথা বলেছেন ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু।

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) ডিস্ট্রেস্‌ড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের (ডিসিআই) এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আপনার বাচ্চাকে কী আপনি খুন্তি দিয়ে মারধর করবেন? অত্যাচার করে ছাদ থেকে ফেলে দেবেন? যারা এই ধরনের কাজ করে তারা কি বিকারগ্রস্থ নয়? তাদেরকে বিচারের আওতায় আনা হোক।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং উপার্জনের সুযোগ নিশ্চিত করার জন্য তহবিল সংগ্রহের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি একটি কনসার্টের আয়োজন করেছে ডিসিআই।কনসার্টটি রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে।

ডিসিআই মূলত বিভিন্ন মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের পরিবারের জন্য কাজ করে থাকে। যেসব ছোট শিশু বাসা বাড়িতে কাজের বিনিময়ে থাকে তাদের জন্যও প্রতিষ্ঠানটি কাজ করছে।

এসব শিশুদের সহযোগিতা করছে বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী হায়দার আলী। তিনি বলেন, ‘আমরা গান গাই। গান দিয়ে মানুষের কথা বলি। কিন্তু যারা সরাসরি শিশুদের জন্য কাজ করছে তাদেরকে সহযোগিতা করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম, ডিসিআই এর প্রধান নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডা. এহসান হক।

ছবি: শেখ সাইফ

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমইউ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা