ইসিতে নিয়োগ: ৩১ দলের কাছে নাম চাইলো সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১৩:০৪| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:৫০
অ- অ+

নির্বাচন কমিশনে নিয়োগের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, প্রত্যেক দল পাঁচটি করে নাম দিতে পারবে এবং এটা দিতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে।

শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন গঠন বিষয়ে গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এক মাসে রাষ্ট্রপতি মোট ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছেন। তাদের সবাই পাঁচটি করে নাম দিলে মোট ১৫৫টি নাম জমা পড়বে সার্চ কমিটির কাছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটিকে দায়িত্ব দিয়েছেন, তারা যে উদ্যোগ নিয়েছেন সেটা প্রশংসনীয়। তারা রাজনৈতিক দলগুলোর কাছে যে আহ্বান রেখেছেন, সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা তা করবো, আশা করি অন্য দলও তা করবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাটাইমসকে বলেন, ‘সার্চ কমিটিতে নামের ব্যাপারে আপত্তি ছিলো না। আপত্তি ছিলো সার্চ কমিটির গঠন নিয়ে। তবে তারা যদি নাম চায় এবং দলীয় সিদ্ধান্ত হলে আমরা নাম দিব। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা নেই।

১২ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক সোমবার

শফিউল আলম জানান, আগামী সোমবার সার্চ কমিটি দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আবুল কাসেম ফজলুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ।

যোগাযোগ করা হলে তোফায়েল আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘এ বিষয়ে আমি এখনও কিছু জানি না। তবে ডাকলে অবশ্যই গিয়ে কথা বলবো।’

পৌনে দুই ঘণ্টার বৈঠক

বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত পৌনে দুই ঘণ্টা বৈঠক করে সার্চ কমিটি। গত বুধবার এই কমিটি গঠনের তিনদিন পর শনিবার প্রথম বৈঠকে বসলো সার্চ কমিটি।

কমিটির সদস্যরা হলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সদস্য সচিব হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহা হিসাব নিরীক্ষক মাহমুদ আহমেদ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করেছেন। আজকে সে কমিটির প্রথম সভা বেলা ১১টায় শুরু হয় এবং তা প্রায় পৌনে দুই ঘণ্টা চলে। কমিটির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। আজকে মূল উদ্দেশ্য ছিল কর্মপদ্ধতি কী হবে-সেটা নির্ধারণ করা।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকের সভায় প্রথম সিদ্ধান্ত হলো যেসব রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, তাদের কাছে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য নাম চেয়ে চিঠি দেয়া হবে। তাদের কাছে অনুরোধ থাকবে আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে জমা দেয়ার জন্য।’

শফিউল আলম বলেন, ‘সভার দ্বিতীয় সিদ্ধান্ত হলো আগামী সোমবার বেলা চারটায় জাজেস লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।’ এরপর তিনি এই ১২ জন বিশিষ্ট ব্যক্তিদের নাম বলেন।

কাজী রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির শুরুতে। তার আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আর এই সিদ্ধান্ত নিতে নাম সুপারিশ করতেই গঠন করা হয়েছে সার্চ কমিটি। এই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও আরও চারজন কমিশনারের জন্য মোট ১০ জনের নাম প্রস্তাব করবে। কমিশনারদের মধ্যে একজন যেন নারী হয়, সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সেই হিসাবে কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে দুই জন থাকবেন নারী।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএবি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বন্য প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা