পর্তুগালে বাংলাদেশিদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৬
অ- অ+

জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পর্তুগালের লিসবন প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন লিসবন শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি সোলেমান মিয়া।

রাতে অনুষ্ঠিত এ খেলার মাঠে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মোট আটটি দল অংশগ্রহণ করে।

তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বেনফর্মোস ইয়াং স্টারস ৩-২ গোলে মারতিম মনিজ ডাইনামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফুটবলার সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আসাদুল্লাহ।

খেলা পরিচালনা করেন রাসেল আহমদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিসবন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্টপোষক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান মিয়া, কামাল আহমদ, আরিফুর রহমান নাইম, মিজানুর রহমান, মাহবুব সুয়েদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/সিকে/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা