চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় মেহের স্টেশন ফ্লাট ফর্মের সামনে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মেহের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, ট্রেনটি চাঁদপুর থেকে মেহের স্টেশনে এসে লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় কিশোরটি হঠাৎ চলন্ত ট্রেন থেকে পড়ে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে কাটা পড়ে মারা যায়।
এলাকাবাসী জানায়, কিশোরটিকে কয়েকদিন ধরে স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গনি পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধারের কোন পরিচয় না পাওয়া যাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে খাদেমুল ইনছানের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন