মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক
মুন্সীগঞ্জের সদর উপজেলার বয্রযোগীনী ইউনিয়নে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার ভোরে গুহা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল স্থানীয় মৃত ইদ্রিস আলীর ছেলে।
বিকেলে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ৭.৬৫ বোর, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ সাইফুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। তবে সাইফুল ইসলামের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, আগের কমিটি অনুমোদনে তিনি ছিলেন উপজেলা ছাত্রলীগে। তবে বর্তমান ছাত্রলীগ আমরা দায়িত¦ নিয়েছি। এর দায় ভার বর্তমান কমিটি নেবে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল জানান, পুলিশ তাকে ধরেছে শুনেছি। তবে এর দায় ছাত্রলীগ নেবে না। অস্ত্র্রধারী, সন্ত্রাসীদের ছাত্রলীগে ঠাই নাই। ও আগের কমিটির সহ সভাপতি। অচিরেই সদর থানা ছাত্রলীগ কমিটি করা হবে।
(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন