‘ভুলে ভরা পাঠ্য বই’ খেলাঘরের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৪

‘ভুলে ভরা পাঠ্যবই, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি’র প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিশু-কিশোর সংগঠন পটুয়াখালী খেলাঘর আসর।

রবিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।

এসময় বক্তব্য রাখেন- পটুয়াখালী খেলাঘর আসরের সভাপতি প্রফেসর এম. শহিদুল ইসলাম, সহ-সভাপতি জাকির মাহামুদ সেলিম ও পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মানষ কান্তি দত্ত।

বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে রুখতে ও জনগণের সামনে সরকারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে এসব অপকর্ম চালাচ্ছে।

সরকার এসকল অপকর্ম রুখতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং অচিরেই এসব বই সংশোধন করে শিশুদের হাতে তুলে দেবেন বলে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :