ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: পুড়ে বিকৃত ১২ মরদেহ (ভিডিও)

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৪

ফরিদপুরে সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষের পর আগুন ধরে প্রাণ হারানো ১৩ জনের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আগুনে তাদের দেহ পুরোপুরি বিকৃত হয়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ শনাক্ত করতে হাসপাতালে আসছেন স্বজনরা। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কে তার স্বজন, তা বুঝ উঠতে পারছেন না তারা। তাই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত এক জনের মাত্র পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন গোপালগঞ্জের গোলাম রসুল সিকদার। ঢাকা ইবনে সিনা হাসপাতালের অপারেশন ইনচার্জ ছিলেন।

রসুল শিকদারের শ্যালক হাফিজুর রহমান বাচ্চু জানান, নড়াইলে একটি ক্লিনিকের উদ্বোধন শেষে তিনি হানিফ পরিবহনের ওই বাসে ঢাকায় ফিরছিলেন তার দুলাভাই।

গতকাল শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে হানিফ পরিবহনের বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জন নিহত হয়।

পুলিশ বলছে, দুটি গাড়ির সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়। কাভার্ড ভ্যানটি বেশ কিছু গ্যাস সিলিন্ডার পরিবহন করছিল।

শনিবার সকালে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জেলা প্রশাসক বলেন, মরদেহ পরিবহনের খরচ দেবে জেলা প্রশাসন। তবে মরদেহ শনাক্তে হিমশিম খেতে হচ্ছে তাদের।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কামরুজ্জামান বলেন, স্বজনদের কাছে দ্রুত বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু কে কার স্বজন-সেটা তো আগে বুঝতে হবে। পরিচয় শনাক্তে যদি কেউ ডিএনএ পরীক্ষা করতে চায়, তাহলে তার আবেদন করার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :