না.গঞ্জে দুই মাদক চোরাকারবারীর ১৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলার দুই চোরাকারবারীর ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি থানার পাহারপুর গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল জলিল ও একই থানার শ্রী মন্তপুর গামের হাবিবুর রহমানের ছেলে মো. রমজান আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৫ সালের ১০ এপ্রিল কিছু লোক একটি রডবোঝাই ট্রাকে করে মাদক পাচার করছে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ আদমজী নগর ক্যাম্পের একটি দল রূগপঞ্জর ভুলতা এলাকায় ট্রাকটি আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :