কুমিল্লা ডিসির অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের কর্মবিরতি
কুমিল্লার জেলা (ডিসি) প্রশাসক জাহাংগীর আলমের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শুক্রবার কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকেদের সথে অসৌজন্যমূলক আচরণ করেন ডিসি জাহাংগীর।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম রতন বলেন, ‘ওই মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক জাহাংগীর আলম অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের করে দেন। তিনি সাংবাদিকদের অপমান করেছেন, যা মেনে নেওয়া যায় না।’
ডিসির অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ওই সভা বর্জন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/মোআ)
মন্তব্য করুন