কুমিল্লা ডিসির অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের কর্মবিরতি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭
অ- অ+

কুমিল্লার জেলা (ডিসি) প্রশাসক জাহাংগীর আলমের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শুক্রবার কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকেদের সথে অসৌজন্যমূলক আচরণ করেন ডিসি জাহাংগীর।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম রতন বলেন, ‘ওই মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক জাহাংগীর আলম অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের করে দেন। তিনি সাংবাদিকদের অপমান করেছেন, যা মেনে নেওয়া যায় না।’

ডিসির অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ওই সভা বর্জন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা