মা হারালেন ফটো সাংবাদিক বিপ্লব দীক্ষিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২
অ- অ+

জাগো নিউজের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বিভাষ দীক্ষিতের (বিপ্লব) মা বেবী দীক্ষিত ইন্তেকাল করেছেন। রবিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিপ্লব দীক্ষিতের স্ত্রী প্রীতি দীক্ষিত জানান, তার শাশুড়ি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানে তার মৃত্যু হয়। এর কিছু সময় পরই চট্টগ্রামে মৃতের দাহ সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বেবী দীক্ষিত। তিনি নাগরিক দৃষ্টি টেলিভিশনের (এনডিটিভিবিডি) মালিক দুলক দীক্ষিতের মা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা