মা হারালেন ফটো সাংবাদিক বিপ্লব দীক্ষিত
জাগো নিউজের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বিভাষ দীক্ষিতের (বিপ্লব) মা বেবী দীক্ষিত ইন্তেকাল করেছেন। রবিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপ্লব দীক্ষিতের স্ত্রী প্রীতি দীক্ষিত জানান, তার শাশুড়ি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানে তার মৃত্যু হয়। এর কিছু সময় পরই চট্টগ্রামে মৃতের দাহ সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বেবী দীক্ষিত। তিনি নাগরিক দৃষ্টি টেলিভিশনের (এনডিটিভিবিডি) মালিক দুলক দীক্ষিতের মা।
(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন