মেয়র ঝণ্টুর ‘দুর্নীতি’ খুঁজছে দুদকের বিশেষ দল: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৯

রংপুর সিটি করপোরেশনের মেয়র ঝন্টুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, মেয়রের বিষয়ে দুদকের বিশেষ দল কাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। তবে মেয়র ঝণ্টুর বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সে বিষয়ে কিছু বলেননি দুদক চেয়ারম্যান। বলেছেন, ‘তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে সে চিত্র তুলে ধরা হবে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের তদন্ত চলছে বলে জানান দুদক চেয়ারম্যান। বলেন, ‘শিক্ষক-কর্মকর্তা/কর্মচারী নিয়োগের মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

দুদক কাউকে গ্রেপ্তার করতে চায় না উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘কমিশন চায়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা আইনের আশ্রয় নেবেন। আমরা জনগণকে দেখাতে চাই, তাদের বলতে চাই এদেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়, যতবড় ক্ষমতাবান হোক না কেন অন্যায় করলে দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে।’

দুর্নীতি এখন সর্বগ্রাসী মন্তব্য করে দুদক চেয়ারম্যান বলেন, ‘এ থেকে দেশকে বের করে আনতে কাজ করছে কমিশন। জ্ঞাত আয় বর্হিভুত বিত্ত বৈভবের সন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। দুর্নীতি কমাতে আমরা কাউকে ছাড় দেব না। ’

এর আগে শঠিবাড়ি স্কুলে এসে এসে পৌঁছলে তাকে শিক্ষার্থীরা ফুল দিতে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পড়ান এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত দুদকের মহাপচিালক শামসুল আরেফিন, জেলা প্রশাসক সুলতানা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :