‘যেকোনো মূল্যে শপথের পবিত্রতা রক্ষা করবো’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৩
অ- অ+

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আইন-শৃঙ্খলা বাহিনী ও নিবাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এটা অনেকটা নির্ভর করছে আপনাদের ওপর।’ তিনি সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যে নিরপেক্ষতার শপথ নিয়ে নির্বাচন কমিশনার হয়েছি, যেকোন মূল্যে আমরা এই শপথের পবিত্রতা রক্ষা করবো।’

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব নেয়ার পর তিনি কিশোরগঞ্জেই প্রথমবারের মতো মতবিনিময় করেন। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। আগামী ৬ মার্চ হোসেনপুর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মাহবুব তালুকদার বলেন, ‘অংশীদারমূলক নির্বাচনে ভারসাম্য থাকে এবং কোনো ধরনের দুর্নীতি প্রবেশের সুযোগ থাকে না। তাই আমাদের লক্ষ্য থাকবে সবাইকে নিয়ে নির্বাচন করা। কেউ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে।’

নির্বাচন কমিশনের এই সদস্য বলেন, ‘আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের ওপর নির্বাচন কমিশনের ইমেজ নির্ভর করছে। কারণ এটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন। এই নির্বাচনের সাফল্যের ওপরই পরবর্তী নির্বাচনগুলোর সাফল্য নির্ভর করছে। তাই যেকোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আখতার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেনসহ র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা