মুন্সীগঞ্জে দুই পিকাপের সংঘর্ষে একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০১৭, ১১:৪৪
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দুই পিকাপের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানান, ঢাকা থেকে একটি পিকাপ বাড়ি পরিবর্তনের জন্য মালামাল নিয়ে পিরোজপুর যাচ্ছিলো এবং মাওয়া থেকে সবজি বোঝাই একটি পিকাপ ঢাকা যাচ্ছিলো। রাস্তায় সমষপুর এলাকায় দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হলে পিরোজপুরগামী পিকাপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জামাল হাওলাদার (৫৫) নিহত হন এবং তিনজন আহত হন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিহত জামাল পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের। আহত হয়েছেন একজন পিকাপ চালক। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকাপ দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা