বগুড়ায় সেলুন শ্রমিক খুন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৭:৪০
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে বিপ্লব কুমার (২২) নামে এক সেলুন শ্রমিক খুন হয়েছে। তাকে হত্যা করে মরদেহ একটি খালে ফেলে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

শনিবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের একটি খালের পাশ থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বিপ্লব এলাঙ্গীর দীপু কুমার শীলের ছেলে।

বিপ্লবের পিতা দীপু কুমার শীল জানান, স্থানীয় এলাঙ্গী বাজারে বিপ্লবের একটি সেলুন আছে। প্রতিদিনের মতো শুক্রবারেও সেলুনে কাজ করার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন কাজ শেষে বিপ্লব আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে খালের পাশে ঘাস কাটতে গিয়ে তিনি ছেলের মরদেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিপ্লবের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ মুহূর্তে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :